
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সচিব মোঃ মোয়াজ্জেম হুসাইনের সঞ্চালনায় এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিউটি আক্তার। এবছর বাজেটে ১ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৬১৭ টাকা লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়। যা ২০২২-২৩ অর্থ বছরে ছিল ১কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ২১৭ টাকা।
এসময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম, উষা বিশ্বাস, নাজমা বেগম, ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, নির্মল মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, নিখিল মন্ডল, গোলোক মজুমদার, রবীন্দ্রনাথ বিশ্বাস, আবু বক্কর শেখ, সাইদুল, মোঃ হানিফ শেখসহ শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।