চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের ৫নং চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সচিব বিশ্বজিৎ বালার সঞ্চালনায় এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামুদ্দিন শেখ।
এবছরে বাজেটে ১ কোটি ৯২ লক্ষ ৯৪ হাজার ৬২৪ টাকা লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়। যা ২০২২-২৩ অর্থ বছরে ছিল ১কোটি ৯২লক্ষ ৬৪ হাজার ৬২৪ টাকা।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না। সভায় আরো উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম, সবিতা, ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান টুকু, ইব্রাহীম মুন্সি, শেখ শহিদুল ইসলাম, মোঃ সুলতান, গৌতম, কিশোর, মোঃ পলাশ তালুকদার বাপ্পিসহ সাংবাদিক, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।