চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে চুরি সংগঠিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে অফিসের পিছনের গ্রিল কেটে ফিতরে প্রবেশ করে অফিসে থাকা আলমারির তালা ভেঙ্গে এবং অফিসের সবগুলি ড্রয়ার খুলে কাগজপত্র মূল্যবান নথিপত্র তছনছ করে দুর্বৃত্তরা। তবে কি-কি চুরি হয়েছে তার হিসেব এখনও জানা যায়নি। তবে ওই এলাকায় পুলিশ টহল জোর দার করা হয়েছে।
এ ব্যাপারে চিতলমারী সাব রেজিষ্ট্রার মিন্টু চক্রবতী জানান, অফিসে কোন টাকা পয়সা রেখে যাওয়া হয়না। বর্তমানে সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয় যার কারণে কোন টাকা চুরি হয়নি। এছাড়া কোন দলিলপত্র চুরি হয়েছে কিনা এমন কিছুর প্রমান এখনো পাওয়া যায়নি। জনগুরুত্বপূর্ণ দলিল মিলিয়ে দেখা হচ্ছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম, কামরুজ্জামান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাব রেজিস্ট্রার অফিস থেকে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করেননি। করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।