
তালা প্রতিনিধি : রবিবার (১২ অক্টোবর) সকালে বেসরকারি সংস্থা উত্তরণ, ওয়েলথাঙ্গারহিলফি এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এর বাস্তবায়নে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চিলগাছা, বটতলা বাজার-এ নারী বান্ধব বাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলগাছা বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল আলীমফারহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেরাজ হোসেন মেজবাহ, ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ বিভাগ, সিরাজগঞ্জ এবং ভারপ্রাপ্ত প্রশাসক, রতনকান্দি ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদী রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সিরাজগঞ্জ এবং ড. ফাতিমা নাসরিন জাহান, কৃষি অর্থনীতি বিশেষজ্ঞ, ওয়েলথাঙ্গারহিলফি (ডঐঐ) বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী, রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট (জঅঝ৪ডঊ) প্রকল্প, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (ঋওঠউই); মোঃ সাইদুর রহমান, সিভিল সোসাইটি ও অ্যাডভোকেসি সমন্বয়কারী, উত্তরণ এবং জমিদাতা মোঃ সাজেদুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুর রউফ তালুকদার, আইনাল হকসহ নারী উদ্যোক্তা, নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (ঈঝচং) এবং নারী ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (গঝগঊং)-রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নারী বান্ধব এই বাজারটি রুরাল এডভাইজরী সার্ভিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট (জঅঝ৪ডঊ) প্রকল্প এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (ঋওঠউই), উত্তরণ ও ওয়েলথাঙ্গারহিলফি (ডঐঐ) বাংলাদেশ এর যৌথ বাস্তবায়নে প্রতিষ্ঠিত হয়েছে।