চুকনগর প্রতিনিধি
চুকনগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চুকনগর বাজারের যতিন-কাশেম রোডে চুকনগর স্বর্নশিল্পি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে এই পূজা অনুষ্ঠিত হয়। উক্ত স্থানে নির্মিত অস্থায়ী পূজামন্ডপে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ভক্তদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বর্নশিল্পি সমিতির সভাপতি সুমন কুমার হালদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জয়দেব আঢ্য, ইন্দ্রজিৎ দেব, প্রশান্ত দে, জয়দেব মন্ডল, বাদল দে, পঙ্কজ দত্ত, তন্ময় রায়, সুমন দে, দেবাশীষ রায়, সুমন আহম্মেদ, অশোক কর্মকার, সুমন সেন, বাসুদেব দত্ত, গৌর দত্ত, অনির্বাণ বিশ্বাস প্রমুখ।
চুকনগরে বিশ্বকর্মা পূজা উদযাপিত
Leave a comment