জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে পৌর শহরের সুমিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাদিয়া খাতুন (২৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, স্ত্রী সাদিয়া পরকীয়ায় আসক্ত, স্বামীর এমন সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হতো। এরই জেরে গতকাল সোমবার রাতে সাদিয়া তার বাবার বাড়ি মেহেরপুরের পিরোজপুর থেকে নিজ বাড়িতে আসে। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাদিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন আনোয়ার হোসেন। পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যান আনোয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত