জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মুন্সীপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয় বলে জানান বিজিবি-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর রকিবুল ইসলাম। গ্রেফতার রাজ্জাক আলী (৪৯) ওই উপজেলার মুন্সীপুর গ্রামের বাসিন্দা।
মেজর রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৩ মেইন পিলারের ৭ সাব পিলারের কাছে জাহাজপোতা গ্রামে বিজিবির একটি টহলদল ওৎ পেতে ছিল। তিনি আরও বলেন, এ সময় এক ব্যক্তিকে ওই পথে মোটরসাইকেল যোগে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। লোকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
“পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্যে বিশেষ পদ্ধতিতে রাখা ছয়টি সোনার বার জব্দ করা হয়; যার ওজন সাতশ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৬১ লাখ ৭০ হাজার টাকা।”
এ ঘটনায় দামুড়হুদা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।