জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে দুই দল গ্রামবাসীর সাথে সংঘর্ষে দুই যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও আজিজুর রহমানের ছেলে মামুনুর রহমান (২৫)।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী সামিনা খাতুন সদর উপজেলার ভালাইপুর বাজারে মন্ডল মার্কেটে আশরাফ গার্মেন্টসে ছিট কাপড় কিনতে আসেন। এসময় দোকানের কর্মচারী রিমনের সাথে বাকবিতণ্ডা হলে স্থানীয়রা তা মিটিয়ে দেয়। পরে ওই নারী গ্রামের ফিরে গিয়ে বিষয়টি জানালে, গ্রামবাসী রিমনের নিজবাড়ি হুচুকপাড়া থেকে ধরে নিয়ে আসতে থাকলে ভালাইপুর বাজারে হুচুকপাড়া ও কয়রাডাঙ্গা গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কয়রাডাঙ্গা গ্রামের সজল ও মামুন ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান বলেন, ছুরিকাঘাতে নিহত দুই যুবকের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।