
জন্মভূমি রিপোর্ট : চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানীক ৬০ বা ৬২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।তার নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পরিচয় সনাক্তে কাজ চলছে।এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত