জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ও ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে মেসার্স রোজ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত মেসার্স রোজ স্টোরে প্রচুর পরিমাণ নকল বিদেশি কসমেটিকস ও অবৈধ কসমেটিকস জব্দ করা হয়। পরে ভেজাল ও অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কসমেটিকসগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের একটি টিম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত