জন্মভূমি রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাবাসসুম খাতুন (৮) ও রিতু আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ মে) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম খাতুন শাখারিয়া গ্রামের আশরাফুল হকের মেয়ে। এবং রিতু খাতুন একই এলাকার রাজু আহম্মেদের মেয়ে। তাবাসসুম ও রিতু সম্পর্কে চাচাতো বোন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, আজ দুপুরে দুই চাচাতো বোন তাবাসসুম ও রিতু একসঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় তারা পুকুরের পানিতে ডুবে যায়। তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।
পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত