এম এ মামুন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা পুলিশে মাত্র ২৮ জন কনস্টেবল পদে চাকরী পেতে সহশ্রাধিক বেকার যুবা-যুবতিরা যোগ্যতার প্রমান দিতে পুলিশ লাইনে পরীক্ষা দিচ্ছে। শারীরিক, রিটেন ও ভাইবাতে যৌগ্যতার প্রমান দিতে পারলে মাত্র ১২০ টাকার সরকারি ফি-তেই মিলবে কাঙ্ক্ষিত চাকরি। আজ কার ভাগ্যের শিকে ছিড়বে সে প্রত্যাশা সবার মাঝে।
প্রার্থীরা স্বপ্ন পূরণের আশায় আজ মঙ্গলবার ভোরের আলো ফুটার আগেই চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে লাইনে দাঁড়ায়। সকাল সাড়ে ৭ টা থেকে পুলিশ সুপার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এনিয়োগকে শতভাগ সচ্ছ করতে নিযে দাঁড়িয়ে থেকে নিয়োগ প্রার্থী বাছাইয়ে তদারকি করেন।
তিনি জানান, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ কনস্টেবল এবং চারজন নারী কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হবে। চাকরী প্রার্থীরা সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করেছে। আজ আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই এবং আগামী ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি শেষ করা হবে প্রার্থীর শারীরিক সক্ষমতা ও মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এ সময় তিনি জেলাবাসীর সচেতন করতে জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি হবে। এখানে অন্য কোনো পন্থা কাজে আসবে না। এ ব্যাপারে কোনো তদবির বা সুপারিশ কোনোভাবেই গ্ৰহণযোগ্য হবে না। যদি কেনো প্রকার অনিয়ম বা দূর্নীতির পথে কেউ হাটে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।