জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ভগিরাতপুরে গরু চড়ানোর সময় বজ্রপাতে শিমুল হোসেন (২৩) নামের এক কৃষক আহত হয়েছেন। এ সময় ১৫টি গরুর মধ্যে ৪টি গরুর মৃত্যু হয়। আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের দলকার মাঠে এ ঘটনা ঘটে।
আহত শিমুল দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর গ্রামের ব্রিজ পাড়ার মজনুর ছেলে।
আহত শিমুল ঢাকা পোস্টকে বলেন, বিকেলে বৃষ্টির মধ্যেই গরু চড়াচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য আক্তার শেখ ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে শিমুল আহত হলেও তার চারটি বড় গরু মারা যায়। তবে শিমুলের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। মারা যাওয়া গরু চারটির অনুমানিক মূল্য ৬ থেকে ৭ লাখ টাকা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুজ্জামান আফরোজ বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।