এম এ মামুন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চত্বরে বাঙালীর ঐতিহ্য ধরে রাখতে বসনৃত বরণ ও দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান ও এমপি সোলাইমান হক জোয়ার্দার ছেলুন এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটোন, ভাইস চ্যানচেলর মোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিভারসিটির সকল শিক্ষক শিক্ষার্থীরা। বসন্ত বরণের সাথে বাঙালির ঐতিহ্য পিঠা-পুলির নানান আয়োজন ছিল। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিনত হয়।
উৎসবে আসা দর্শনার্থী ও স্টল মালিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন উৎসব প্রতি বছর আয়োজন করার আহব্বান জানান।