জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিএনপির নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এম এম শাহজাহান মুকুল জানান, আলোচিত মামলায় কারাগারে পাঠানো ১৭ নেতার জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এর আগে এই ১৭ আসামির নামে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনের আদেশ বহাল ছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত