জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৪১) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের জুগিরপাড়ার মৃত মহিতুল্লাহর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রবিউল ইসলাম চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি গতকাল বুধবার রাতে ভারত সীমান্তের মধ্যে রবিউলকে ধরে বুকে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ক্যাম্পে আছে বলে জেনেছি।
জানতে চাইলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে তিনি হোয়াটসঅ্যাপে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।