চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে বিজিবির হাতে জব্দ হওয়া বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৮২৭ টাকা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটলিয়ন সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়। ২০২০ সালের জুন থেকে ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত এসব মাদক বিজিবির হাতে ধরা পড়ে।
বিজিবি জানায়, দুই বছরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ২৬ হাজার ১৮৮ বোতল ফেনসিডিল, চার হাজার ৭৪৯ বোতল মদ, ৩৭ লিটার দেশীয় লুজ মদ, সাত বোতল বিয়ার, ৬৭০ কেজি গাঁজা, ৬১১ পিস ইয়াবা, ৩৭ কেজি আলফিকিরি সীসা, ৩৮ গ্রাম ফেচুয়া পাউডার, ছয় হাজার ১৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট, তিন হাজার ৩৩৬ প্যাকেট ভারতীয় বিড়ি, পাঁচ হাজার ৯৭৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, দুই হাজার ৫৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ দশমিক ৫২ কেজি হেরোইন ও ৪৭ গ্রাম কোকেন জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৮২৭ টাকা, যা ধ্বংস করা হয়েছে।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন, বিজিবি হাসপাতালের অধিনায়ক লে কর্নেল শায়লা চৌধুরী ও ৬ বিজিবির সহকারী পরিচালক শেখ ইমরান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত