জন্মভূমি রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হারেজ আলী (৫৮) নামে ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হারেজ আলী দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তরপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উজিরপুর মাদরাসার সামনে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদাগামী দ্রুত গতির একটি মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক হারেজ আলী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা ও মাদরাসার শিক্ষকরা ভ্যানচালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আলমগীর কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত