জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ এলাকার চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা দর্শনা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-দর্শনা হঠাৎ পাড়ার আব্দুল মালেকের ছেলে জুবায়ের (৩০) ও দর্শনা আনোয়ারপুর হঠাৎ পাড়ার খোরশেদ আলমের ছেলে শিপন ইসলাম (২১)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, সকালে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল ও ৮৩ বোতল ভারতীয় মদ ব্লাক হান্টসহ জুবায়ের ও শিপন ইসলাম নামে দুই মাদক কারবারিকে বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ জন সদস্য ও লেফটেন্যান্ট আবিদ আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ জন সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন। এ বিষয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত