জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, রামনগর বাজারে মেসার্স পল্লি স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়ায় মালিক মো. শাহীন আলমকে ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় মেসার্স প্রিয় ফুড বেকারির মালিক মো. হাসানুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো সবার সামনে নষ্ট করা হয়।