জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ৯৬টি সোনার বারসহ নাজমুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। মঙ্গলবার সকালে দর্শনা সীমান্ত এলাকার রুদ্রনগর গ্রাম থেকে সোনার বার গুলো জব্দ করা হয়। আটক নাজমুল ইসলাম দর্শনা শ্যামপুর পাড়ার আসাদুল হকের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দর্শনা থেকে কার্পাসডাঙ্গা হয়ে এক ব্যাক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির টহল দল মোটরসাইকেল চালককে দাড়ানোর জন্য সিগন্যাল দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে সোনা পাওয়া যায়নি। পরে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৬টি সোনার বার পাওয়া যায়। মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব সোনার বারের ওজন ১৬ কেজি ১৪ গ্রাম। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও থানায় একটি মামলা করা হবে।