জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মুর্শিদ আলম নামে আরো এক যুবক।
বুধবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে দামুড়হুদার হাওলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামে রুদ্রনগর মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাতুল হোসেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আনন্দবাজার গ্রামের হকো মোল্লা সেতুর ছেলে।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, রাতুল কুড়ুলগাছি গ্রাম থেকে মোটরসাইকেলে দর্শনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা মুর্শিদ আলমের মুখোমুখি সংঘর্ষ। এতে উভয় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে গুরুতর আহত হন। আশেপাশে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দর্শনা পুরাতন বাজার মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মুর্শিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠান।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।