চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর থেকে একটি ভারতীয় তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মো. আল আমিন (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগরের চ্যাংখালী সড়ক থেকে তাঁকে আটক করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার নতুনপাড়া বিওপির টহলদল গোপনে সংবাদ পায়, একজন ভারত থেকে বাংলাদেশ অস্ত্র নিয়ে এসেছে। এর পরিপ্রেক্ষিতে দৌলতগঞ্জ আইসিপি সংলগ্ন চ্যাংখালী সড়ক থেকে মো. আল আমিনকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তাঁর দেহ তল্লাশি করে ডান পায়ে লাল টেপ দিয়ে আটকানো ভারতীয় তৈরি একটি পিস্তল এবং বাম পায়ের জুতার মধ্যে এক রাউন্ড গুলি জব্দ করা হয়। আল আমিনকে অস্ত্র ও গুলিসহ জীবননগর থানায় হস্তন্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় বিজিবি বাদী হয়ে মামলা করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত