ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দর্শনায় আবারও উদ্ধার করা হয়েছে বোমা সদৃশ বস্তু। গত ফেব্রুয়ারি মাসে দর্শনা কেরু চিনিকল এলাকায় পৌর এলাকায় মোট ১৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছিল। শুক্রবার (১৪ মার্চ) সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পিছনে ‘ইট খোলা’ নামক এলাকা থেকে স্থানীয়রা একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। সাদা পলিথিনে মোড়ানো, কাঠের গুড়ার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দর্শনা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির বলেন, একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটি বোমা নাকি ককটেল। উল্লেখ্য, এর আগে গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথকভাবে ৬টি বোমা উদ্ধার করা হয়। এর পরদিনই দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে আরও ৭টি বোমা উদ্ধার করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়ে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে রাজশাহী র্যাব-৫ ইউনিট ও যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল। নতুন করে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।