চুলকাটি অফিস : বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্রবালিয়াঘাটা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ভস্মীভুত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা আনুমানিক ৮টার সময়।
জানা যায়, রান্নাঘর থেকে কাঠের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত ঘটে। আবাসনে নিজ বাড়িতে বসবাসরত আঃ গনি শেখ এর স্ত্রী সাফিয়া বেগম (৪৫) নামের প্যারালাইসিস আক্রান্ত রুগী রান্না করার সময় তার শরীরে আগুনে দগ্ধ হয় এবং ঘটনাস্থলে তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে সময় তার বাড়িতে কেউ ছিলেন না। ঘরে আগুন লাগা দেখে আবাসনের শত-শত লোক এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অগ্নিকাণ্ডের খবর শুনে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পৌচ্ছান। ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, এসিল্যান্ড এম সাইফুল্লাহ, কে এম আজিজুল ইসলাম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, মোঃ হানিফ মাহমুদ, খানপুর ইউনিয়ন পরিষদ সদস্য প্রদীপ সাহা (বাপ্পী) প্রমুখ।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ সরোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে রান্না করছিল গৃহিনী সাফিয়া বেগম। অসতর্কতা বসত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন কোথাও ছড়াতে পারেনি। তবে আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু জানান, চুলকাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি শেখ তন্ময় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পুনর্বাসনের নির্দেশনা দিয়েছেন।