চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যাবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। গত শনিবার বিকালে সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যাবসায়ী ও একই ইউনিয়নের ভট্র-বালিয়াঘাটা গ্রামের অগ্নিকাণ্ডে নিহতের পরিবারের সদস্যদের দেখতে তিনি ঘটনাস্থলে ছুটে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
এসময় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে সহায়তার হাত বাড়ান তিনি। চুলকাটি বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জনতা ডোর এন্ড ফার্নিসার, আল-বারাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং, সাইদ টি স্টল ও মুদি দোকানের প্রত্যেক মালিককে নগদ ৬০ হাজার টাকা করে প্রদান করেন ও একই ইউনিয়নের ভট্র-বালিয়াঘাটা গ্রামের অগ্নিকাণ্ডে নিহত সাফিয়া বেগমের স্বামী সন্তানকে নগদ ৭৫ হাজার টাকা প্রদান করেন। পরিবারের সেই সাথে একাদশ শ্রেনির শিক্ষার্থী নাইম শেখের পড়াশুনা করার সহয়তার আশ^াস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শেখ ফিরোজুল ইসলাম, মোঃ শাহিন, সদর উপজেলা নির্বার্হী অফিসার মোছাঃ রূবাইয়া তাছনিম, কেএম আজিজুল ইসলাম ও মীর জয়েসী আশরাফী জেমসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৭ মে সন্ধ্যায় চুলার আগুন থেকে ভট্র-বালিয়াঘাটা গ্রামের আব্দুল গনি শেখের বসতঘর পুড়ে তার স্ত্রী সাফিয়া বেগম মারা যান ও গত ৯ মে ভোররাতে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে একই ইউনিয়নের চুলকাটি বাজারের উল্লেখিত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত