
চুলকাটি অফিস : বাগেরহাট সদর উপজেলার চুলকাটির নবাবপুর এলাকা হতে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি করে পালিয়ে যাওয়ার সময় মেহেদী হাসান হৃদয় (২৭) নামের একজন চোরকে ট্রাকসহ আটক করা হয়েছে। এসময় অজ্ঞাত আরো তিনচোর পালিয়ে গেছে। এঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার গভীর রাতে চুলকাটি-কাটাখালী মহাসড়কের নবাবপুর চালতেতলা এলাকায় ঘটেছে। পুলিশ ও ভুক্তভোগী ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের মরহুম সুলতান মাহম্মুদ এর পুত্র এসএম রবিউল ইসলাম জানান, তার সাতক্ষাীরা মোট্রো ট-১১-০৬৬২ নম্বরের একটি ট্রাক (মুল্য ২০লক্ষ টাকা) মোংলা হতে ৬০২টি গ্যাস সিলিন্ডার (মূল্য ৭ লক্ষ টাকা) নিয়ে চালক আল আমীন চুলকাটি নবাবপুর মেসার্স মুস্তাকিন ট্রের্ডাসের সামনে এনে ট্রাকটি রেখে চালক বাড়িতে চলে যান। এ সময় ট্রাকের সহকারী ইমন শেখ মেসার্স মুস্তাকিন ট্রের্ডাসের ভিতর ঘুমিয়ে থাকেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত চোরেরা মালামালসহ ট্রাক নিয়ে কাটাখালী অভিমুখে পালিয়ে যাচ্ছিল। সে সময় ট্রাকের সহকারী মোবাইল ফোনে তার মালিক রবিউল ইসলামকে জানালে তিনি কাটাখালী হাইওয়ে পুলিশকে অবগত করিয়ে কয়েকটি মটর সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকেন। পরে টাউন নওয়াপাড়ার তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে গিয়ে চোরদের ধাওয়া করে মেহেদী হাসান হৃদয় (২৭) নামের একজনকে আটক করা হয়। আটককৃত হৃদয় ঢাকার জরাইন বরোইতলা কদমতলী শ্যামপুর এলাকার মরহুম এনায়েতুল্লাহের পুত্র। এঘটনায় ট্রাক মালিক এসএম রবিউল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।