চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে নৌকা প্রতিকের ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন খানপুর ও রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। শনিবার দুপুর হতে বিকাল ৫টা পর্যন্ত তারা খানপুর ইউনিয়নের চুলকাটির সোনাডাঙ্গা, শুকদাড়া মোড়, হাকিমপুর, রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর, জতিনের দোকান ও সুগন্ধি মোড়সহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ আব্দুল আওয়াল, ছাত্রলীগ নেতা পিয়াস, ইউপি সদস্য প্রদিপ সাহা বাপ্পি, আ’লীগ নেতা শেখ সুজন, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব মোঃ আশিক উল্লাহ ফারাজী, যুগ্ম আহবায়ক তুষার কুমার বোস ও মানিক মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়াও তারা বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী বিভিন্ন বাজার বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত