চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্বে সততা এন্টারপ্রাইজের ভবনের সামনে থেকে একটি ট্রাক চুরি হয়েছে। এই চুরির ঘটনা ঘটেছে শুক্রবার ভোর রাতে। ৫ টন পণ্য পরিবহনে সক্ষম ট্রাকটি যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ট-১১-০৯৫০ (কালার হলুদ)। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: কাজলের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে পণ্য খালাশ শেষে ট্রাকটির চালক জাকির হোসেন চুলকাটি বাজারে খুলনা-মংলা মহাসড়কের পার্শ্বে নিজ ভবনের সামনে ট্রাকটি রেখে রাতে প্রতিদিনের মত বাড়িতে চলে যান। সকালে প্রতিষ্ঠানটির কর্মচারীরা এসে দেখেন ট্রাকটি সেখানে নাই। পরে জানতে পারেন ট্রাকটি চুরি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে চুরির ঘটনাটি তদন্ত করতে পুলিশ পরিদর্শক বিকাশ কুমার ঘোষ ঘটনাস্থান পরিদর্শন করেন। চুরি হওয়া ট্রাকটি এক লক্ষ টাকার বিনিময় ফেরত দেওয়া হবে বলে মালিকপক্ষকে মোবাইলে জানানো হয়। এ ঘটনায় চাঁদাবাজদের একটি ফোনকল রেকর্ড করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় প্রতিষ্ঠানটির অপর মালিক সুশান্ত দাস বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য, এলাকায় চোরের উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে। এই চোরচক্রের ভয়ে বাজারের ব্যবসায়ীরা ও বাসাবাড়িতে ভয়ে আতঙ্কে দিন কাটছে। চুলকাটি বাজার থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক চুরি হয়। পুলিশের তৎপরতা ও স্থানীয় জনতার সহযোগিতায় ট্রাকটি আটক করে পরে পুলিশে সোর্পদ করে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চুলকাটি তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, চুরি হওয়া ট্রাকটি উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত