
যশোর প্রতিনিধি : যশোর জেলার চৌগাছা থানার পুলিশ উপজেলার ৬নং জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো হাবিবুর রহমান হাবিবকে (৫৬) আটক করেছে।
চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামের উত্তর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান হাবিব মির্জাপুর গ্রামের মৃত আমির হোসেন বিশ্বাসের ছেলে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান,আটককৃত হাবিবুর রহমান হাবিবকে যশোর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কোতোয়ালি থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত