শ্যামল দত্ত, চৌগাছা : যশোরের চৌগাছায় আনসার ভিডিপি অফিসে বিভিন্ন নির্বাচন ও ধর্মীয় অনুষ্ঠানে আনসার ভিডিবি সদস্যরা নিরাপত্তা জন্য সরকারি ভাবে দায়িত্ব নিয়ে থাকে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আনসার ভিডিপি সদস্য ডিউটি নেয়ার জন্য ২০০০/- করে টাকা নেন ১০৫৩ জন আনসার ভিডিপি সদস্যদের কাছ থেকে। বর্তমান উপজেলা নির্বাচন এই নির্বাচনে ৮১ টি কেন্দ্রে ১০৫৩ আনসার ভিডিপি সদস্য থাকবে নারী ও পুরুষ নিয়ে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ডিউটি পালন করেছে। ৮১ টি কেন্দ্র আনসার অস্ত্রধারী থাকবে ২১৯ জন , ৮১ কেন্দ্র মধ্যে প্রতিটি কেন্দ্র ১৩ জনের মধ্যে ৪ জন মহিলা ৯ জন পুরুষ নির্বাচনের দায়িত্ব পালন করেছে। উপজেলা নির্বাচনে প্রত্যেক আনসার সদস্য নির্বাচন দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন সহ বিভিন্ন ইউনিয়ন আনসার ভিডিবি কমান্ডার জোকসাযোস্যে নির্বাচনের ডিউটির নামে আনসার ভিডিপি থেকে ২০০০ টাকা লেনদেন করেছেন। মোট টাকা নিয়েছে ২১০৬০০০/টাকা।
এই টাকা গুলো লেনদেন করেছেন পৌরসভা সহ ১১ টি ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার তাদের চেষ্টায় এই টাকা লেনদেন করেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ পৌরসভা সহ ১১ টি ইউনিয়ন আনসার ভিডিপি সদস্যরা কাছ থেকে এই লেনদেন করেন । এই বিষয় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন কাছে জানতে চাইলে তিনি বলেন পৌরসভা সহ ইউনিয়ন কমান্ডার পিসি অল্প বেতন পায় এইজন্য বিভিন্ন সরকারি প্রোগ্রামে ডিউটি করার জন্য আনসার ভিডিভি সদস্য যারা দায়িত্ব পালন করে তাদের কাছ থেকে সম্মানী ৬০০০/- টাকা নেয়া হবে। আনসার – ভিডিপি সদস্য নিতে যে টাকা নেওয়া হয় এই টাকা উপর পর্যন্ত দেয়া লাগে।