
চৌগাছা(যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় দেশীয় অস্ত্রের মুখে এক কৃষকের মোটরসাইকেল ছিনতাই করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া-বাদেখানপুর রোডের পান্তার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ভুক্তভোগী কৃষক উজ্জ্বল হোসেন (৪০) ও তার ভাতিজা সাব্বির হোসেন (১৭) আহত হন। স্থানীয়রা চিৎকার শুনে দুজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তারা।
ভুক্তভোগী উজ্জ্বল হোসেন বলেন, প্রতিদিনের মতো ভোরে ঢেঁড়স ক্ষেতে সবজি তুলছিলেন তিনি। এসময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাকে ভয় দেখিয়ে মারধর শুরু করে। দায়ের উল্টো পাশ দিয়ে তার পিঠে আঘাত করে এবং তার সাথে থাকা ভাইপো সাব্বিরকেও পিটিয়ে আহত করে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তার লাল রঙের প্লাটিনা মোটরসাইকেল (যার নম্বর: ঝিনাইদহ-হ-১৬-০২২৮) ছিনিয়ে নেয়। এরপর তাদের কাছে থাকা আরেকটি মোটরসাইকেলে দুজন এবং তার মোটরসাইকেলে দুজন বসে চারজনই বাদেখানপুরের রোডের দিকে চলে যায়। তিনি এ ঘটনায় থানায় জিডি করবেন বলে জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার আগের রাতে জিসিবি আদর্শ কলেজ-টু-মহেশপুর রোডের ফাঁকা স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির ঘটনাও জানিয়েছেন একাধিক স্থানীয়রা।
বাদেখানপুর গ্রামের উজ্জ্বল হোসেন জানান, প্রতিবছর ওই একই এলাকায় দু-একবার ডাকাতি ঘটে। গতরাতে ডাকাতরা বড় কোনো ঘটনা ঘটাতে না পেরে বড়খানপুর গ্রামের এক ভাটা শ্রমিকের কাছ থেকে চারশ টাকা এবং বিচেলি কিনতে যাওয়া আরেক ব্যক্তির কাছ থেকেও তার কাছে থাকা সব টাকা ছিনিয়ে নিয়েছে।

