শ্যামল দত্ত চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিখোঁজ হওয়ার দুদিন পর রাবিয়া বেগম (৪০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বাঘারদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবিয়া বেগম (৪০) বাঘারদাড়ী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
নিহতের মেয়ে তানজিলা খাতুন (২২) জানান, রবিবার সন্ধ্যার পর মা ১টি টর্চ লাইট নিয়ে কাজরে কথা বলতে প্রতিবেশী আশিকুর রহমানের বাড়ীতে যায়। এর পর থেকে তিনি আর বাড়ীতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে তাজউদ্দীনের বাড়ীর পাশ থেকে মায়ের ব্যবহৃত টর্চ লাইটটি ও জুতা উদ্ধার হয়। তার পর থেকে আমরা গ্রামের প্রতিটি বাড়ীতে খোঁজা-খুজির পর নিকটবর্তী আত্মীয়-স্বজনদের বাড়ীতেও খবর নিতে থাকি। এক পর্যায়ে মঙ্গলবার সকালে তাজউদ্দীনের বাড়ীর ভিতর টিউবওয়েলের ময়লাযুক্ত পানির গর্তের ভিতর মায়ের মৃত দেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন চৌগাছা থানা পুলিশকে খবর দেন। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মায়ের মৃতদেহ উদ্ধার করেন।
নিহতের ছেলে আলামিন হোসেন জানান, আমার মাকে দীর্ঘ দিন যাবৎ নানা ভাবে উৎতাক্ত করে আসছিল প্রতিবেশী তাজউদ্দীনের ছেলে বখাটে তামিম হোসেন (২৫)। এ বিষয়টি নিয়ে অতি সম্প্রতি আমাদের সাথে তার ঝগড়া-বিবাদও হয়। ঘটনার দিন মা বাড়ী থেকে বের হওয়ার পর সে তার পিছু নেয়। পূর্ব বিবাদের জের ধরে সেই এই হত্যাকান্ড ঘটাতে পারে। ঘটনার পর থেকে বখাটে তামিম হোসেন পলাতক রয়েছে। মায়ের মৃত দেহের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় এখনও মামলা হয়নি। ঘটনা স্থলে ওসি ও জোন সর্কেল ক জুয়েল হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধু মারা গেছে। আমরা সকলে ঘটনা স্থল পরিদর্শ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।