চৌগাছা প্রতিনিধি : চৌগাছা এরিয়ার গ্রামীণ ব্যাংকের ৯টি শাখার অফিসের সদস্যদের মাঝে বিভিন্ন জাতের বনজ, ফলদ, ঔষধী চারা বিতরণ করা হয়েছে। উপজেলার গ্রামীণ ব্যাংকের ৯টি শাখার বিভিন্ন জাতের বৃক্ষের চারা ৮১ হাজার ২শ’ ৪৯টি বিতরণ করা হয়েছে। গাছে ভোরবো দেশ, আসবে দেশ সবুজ ছায়া পরিবেশ- এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ৯টি শাখাসহ চৌগাছা শাখার সদস্যদের মাঝে ইছাপুর দেওয়ান পাড়ার ও চাঁদপুর বটতালা বিভিন্ন জাতের বনজ, ফলদ, ঔষাধি গাছের চারা বিতরণ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চৌগাছা এরিয়া ম্যানেজার তারিক হোসেন। এসময় উপস্থিত ছিলেন চৌগাছা শাখা ব্যবস্থাপক এবাদৎ হোসেন, শ্যামল কুমার দাস। দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের ২০ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি আওতায় চৌগাছা এরিয়ার অক্টোবর মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৯ শাখার ৫ লক্ষ ১৩ হাজার চারা রোপণ করা হবে। চৌগাছা উপজেলা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসির ৯টি শাখা চৌগাছা গ্রামীণ ব্যাংক, সলুয়া শাখা গ্রামীণ ব্যাংক, পাশাপোল শাখা গ্রামীণ ব্যাংক, নারায়নপুর শাখা গ্রামীণ ব্যাংক, ধুলিয়ানী শাখা গ্রামীণ ব্যাংক, হাকিমপুর শাখা গ্রামীণ ব্যাংক, পুড়পাড়া শাখা গ্রামীণ ব্যাংক, হৈবৈতপুর শাখা গ্রামীণ ব্যাংক, যাদবপুর শাখা গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে বনোজ, ফলদ, ঔষধী চারা বিতরণকরা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত