চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৩০ হাজার টাকা মূল্যে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার সময় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নিজ কার্যালয় সামনে কারেন্ট জাল ১২০ মিটার ও চায়না দুয়ারী জাল ৪৫ মিটার লম্বা যার অনুমান মূল্য ৩০ হাজার টাকা। বিভিন্ন সময় কোপতক্ষী নদীতে পেতে রাখে পরিত্যক্ত অবস্থায় মৎস্য অফিস কর্তৃক অবৈধ উদ্ধার করে। অবৈধ জাল ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ, সমাজসেবা অফিসার মেহেদী হাসান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত