চৌগাছা (যশোর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনা মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক সারাদেশ ৩ কোটি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসাবে যশোর যোনের চৌগাছা এরিয়ার ৯ টি শাখার কেন্দ্র এলাকার বিভিন্ন গ্রামের ৮৫১৯৭ টি ফলজ ও বনজ বৃক্ষের চারা লাগানোর কাজ চলছে।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৯ টার সময় গ্রামীণ ব্যাংক চৌগাছা
শাখার ৬৫ টি কেন্দ্র এলাকার বিভিন্ন গ্রামে ফলজ ও বনজ বৃক্ষের ১৪০০০ হাজার টি চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের যোনাল অফিস যশোরের প্রতিনিধি অবলোকন কর্মকর্তা মনীন্দ্র নাথ মন্ডল, চৌগাছা শাখার শাখা ব্যবস্থাপক এবাদৎ হোসেন সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।