যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা পাতিবিলা উত্তর পাড়ায গ্রামে শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে তার নেশাগ্রস্ত ছেলে রিমন কুপিয়ে হত্যা করেছে। আজ শনিবার (৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেছেন,পারিবারিক কলহের কারণে শরিফুলের ছেলে রিমণ (২২) ভোরে ঘরে থাকা গাছিদা দিয়ে তার পিতা শরিফুলের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর করে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান শরিফুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন।
ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে আটকদের জন্য পুলিশ চেষ্টা করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত