
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় খোকন ওরফে খোকন হোসেন (৪৭) নামে এক মাদক কারবারী গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে আহতের ভাগ্নে রাজু আহমেদ নিশ্চিত করেছেন। খোকন দৌলতপুর গ্রামের ইসহকের ছেলে এবং একজন চিহ্নিত মাদক কারবারী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীণ।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোকনের সাথে অবস্থান করা তার ভাগ্নে রাজু আহমেদ এবং মিলন নামে তার এক প্রতিবেশি জানিয়েছেন, গত বুধবার দিবাগত রাতে খোকনকে তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে সীমান্ত ঘেষা ভারতের দৌলতপুর (ইন্ডিয়াপাড়া) গ্রামের হবিবরের ছেলে পেশাদার মাদক ও অস্ত্র কারবারী এবং কুখ্যাত সন্ত্রাসী সানোয়র ওরফে ফেন্সি সানোয়ার (৫৫), দৌলতপুরের (বাংলাদেশ) মৃত খোরশেদের ছেলে কাশেম (৪৪) ঘরের জানালা দিয়ে খোকনের উপর ৬ রাউন্ড গুলি করে। গুলির আঘাতে খোকনের তার বাম হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায়। অপর একটি গুলি তার বুক ভেদ করে পেট ফুটো হয়ে বেরিয়ে গেছে। আক্রমনকারিদের পরিচয় আহত খোকন নিজেই নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে তার ভাগ্নে ও প্রতিবেশি মিলন। ঘটনার পরপরই আমরা তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে আমাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তখন আমরা তাকে ঢাকায় নিয়ে আসি।ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।