চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে চারটা থেকে চারটা ৫৪ মিনিট পর্যন্ত উপজেলা বিএনপির কাঁচা বাজারস্থ দলীয় কার্যালয়ের পাশে এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপজেলা আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ইউনুচ আলী দফাদার ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, মোবারক হোসেন, পৌর কাউন্সিলর আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে দুই থেকে আড়াইশ’ নেতাকর্মী অংশ নেয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত