
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় গভীর রাতে আবারও বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় ১৪-১৫ জন কৃষক মিলে গভীর নলকূপটি স্থাপন করেন, যা তত্ত্বাবধান করেন ওই এলাকার কৃষক নজরুল ইসলাম। ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানান, নলকূপটির নিরাপত্তার জন্য রাতে একজন পাহারাদার থাকেন। তবে অসুস্থতার কারণে তিনি সেদিন দায়িত্বে ছিলেন না। পরদিন সকালে স্থানীয় এক পথচারীর ফোন পেয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুটি নলকূপের ট্রান্সফরমার ও তার উধাও। চুরিকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা। তিনি বলেন, “চুরির পরপরই মৌখিকভাবে বিদ্যুৎ অফিসে জানিয়েছি। লিখিত অভিযোগও দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির মুহাম্মদ শোয়ায়েব বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। গ্রাহকের নামে থাকলেও এটি রাষ্ট্রীয় সম্পদ। চুরি হলে এটি রাষ্ট্রীয় ক্ষতি। তবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রাহকেরও।” চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত