চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে মহিউদ্দিন (৪৫) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, কৃষক মহিউদ্দিন উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের কাবিলপুর উত্তর মাঠে বিদ্যুৎ চালিত নিজস্ব মোটর দিয়ে নিজের জমি সহ অন্যান্যদের ইরিধানের জমিতে সেচের পানি দিতে গিয়েছিল। এসময় দুর্ঘটনা জনিত কারণে মোটরটির সাথে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় নিহতের চাচতো ভাই পাশের জমির কৃষক আমির হোসেন তাকে মরে পড়ে থাকতে দেখে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত