
চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আব্দুস সাত্তার নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সসম্প করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার রাত ১০ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার বেলা ১১ টায় তার নিজ বাড়িতে গার্ড অব অনার দেওয়া হয়। চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ছেলে ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গার্ড অব অনার অনুষ্ঠান ও জানাজায় এলাকার গন্যমান্য ও রাজনৈতিক দলেন নেতা ও বীর ,মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত