
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় হাকিমপুর ইউনিয়ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার ৫শ’ ৫০ টাকা আদায় করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার হাকিমপুর ইউনিয়ন বাজারে যেসব কারণে জরিমানা আদায় করেন ঔষধ ফার্মেসির লাইসেন্স নেই, প্রকাশ্যে দোকানে তামাকজাত দ্রব্য দোকানে সামনে বিক্রয় করছে, প্রকাশ্যে ধূমপান, সড়ক পরিবহন আইনে মোটরসাইকেলে জরিমানা সহ ৫ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আমানত আলী, ভূমি অফিসের পেশকার অলোক বিশ্বাসসহ পুলিশ সদস্যবৃন্দ।