যশোর অফিস : যশোরের চৌগাছায় ১০ কেজি গাঁজা ও ৫০ ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। শনিবার উপজেলার আন্দুলিয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো রুহুল আমিন (২৭) ও সিরাজুল ইসলাম (২৫)। রুহুল আমিন চৌগাছা উপজেলার গয়রা গ্রামের বাসিন্দা ও সিরাজুল ইসলাম হিজলি গ্রামের বাসিন্দা।
যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ভোরে চৌগাছার আন্দুলিয়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী রুহুল আমিন ও সিরাজুল ইসলামকে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়েছে।