চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক চার মাদকসেবী ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো পাড়ায় এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াস।
আদালত মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ উপধারায় শহরের নিরিবিলি পাড়ার হাসানুর জামানকে ২৫ দিনের কারাদণ্ড ও ৩শত টাকা জরিমানা এবং উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ফয়সাল হোসেন, পৌর সদরের সরদারপাড়া রিপন সরদার ও লিটন সরদারকে ১৫দিন করে কারাদণ্ড এবং প্রত্যেকের ১শ টাকা করে জরিমানা করেন। এসময় অর্থদন্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। মামলাগুলিতে প্রসিকিউটার ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ ও মোঃ সাইদুর রহমান।
আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াস বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।