
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের ঊদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় সারাদেশে বিএনপি- ামাত আগুন সন্ত্রাসী নৈরাজ্য বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউনে ইউনিয়নের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি কাম্রুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, হাবিবুর রহমান, প্রভাষক নান্নু মিয়া, সেলিম রেজা, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, ইউপি সদস্য ইউনুচ আলী, আরজান আলী, মোতালেব, আব্দুর রশিদ, রেজাউল ইসলাম, জামাল সরদার, জাহিদুর রহমান মিলন, জিহাদ হোসেনসহ আওয়ামী ও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত