শ্যামল দত্ত, চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় হাসপাতালের সামনে সহ বিভিন্ন সড়কের পাশে বোড় বোড় মূল্যবান গাছ গুলো মৃত্য অবস্থায় দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। উপজেলার মূল্যবান গাছ গুলো দীর্ঘদিন রাস্তার পাশে মৃত্য অবস্থায় আছে । ঝুঁকিপূর্ণ এই মৃত্য গাছ গুলো চৌগাছা টু যশোর মেইন রাস্তা সারকারি হাসপাতালের সমনে সহ চৌগাছা টু ঝিকরগাছা রোড, ও চৌগাছা টু মহেশপুর রোডে মৃত্য ঝুঁকিপূর্ণ মূল্যবান গাছ গুলো বর্ষার পানিতে নষ্ট হচ্ছে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। উপজেলার প্রতিনিয়ত কোন না কোন গাছের ডাল ভেঙ্গে পথচারী দুর্ঘটনা শিকার হচ্ছে। ঘটনা বিবরনে জানা যায় পরিবেশবান্ধব বড় বড় গাছগুলো
কৌশলে অসত ব্যক্তিরা গাছের গোরায় আগুন দেয়ে , গাছের ছালতুলে পুড়া মবিল দেয়, লবন ও রাসায়নিক দ্রব্য দিয়ে বড় বড় গাছগুলো মেরে ফেলে। এক সময় এই মূল্যবান গাছগুলো মানুষের রোধ গরবের সময় শীতল ছায়া পরিবেশের ভারসাম্য রক্ষা করত । রাস্তার পাশে মূল্যবান গাছ গুলোর মূল্যবান দ্রুত গতিতে অবসর না করলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি বড় আকারে ঝড় আসলে পথচারীর বড় ধরনের দুর্ঘটনা হতে পারে । হাসপাতালের সামনে ঔষাধ ফার্মেসির দোকান সহ বিভিন্ন দোকানদার সহ এলাকা বাসির দাবী মৃত মূল্যবান গাছগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী গাছ গুলো অপসারণ করে দূর্ঘটনা কবল থেকে পরিত্রাণের দাবি করেন। হাসপাতালের সামনে ফার্মেসির দোকানদার ফারুক হোসেন ও সাইকেলের দোকানদার ইমামুল বলেন হাসপাতালের সমনে ৭টি মূল্যবান মৃত গাছগুলো অবসর না করলে ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন মৃত্য মূল্যবান গাছের গুলো জেলা পরিষদের তাদেরকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত