চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (৩৫) নিহত ও ১ মাস পরে বিদেশে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। যাওয়া হলোনা। না ফেরার দেশে চলে গেলেন। শনিবার (১৩ মে)সকাল সাড়ে ৬ টার সময় স্বরুপদাহ ইউনিয়নে কপোতক্ষ নদীর পাশে ধুনার খালে কলো, রঙের পালসার অসাবধানত বাবলা গাছে মেরে দেয় ঘটনস্থাননে গুরুতর জকম হয় । সে মাধবপুর গ্রামে নবাব আলীর ছেলে শহিদুল ইসলাম । গটনা বিবারনে যানা যায় প্রতিদিনের ন্যায় শহিদুল ইসলাম কন্যা সরকারী শাহাদাৎ পাইলাট ৮ম শ্রাণীর ছাত্রী প্রাইভেট পডার জন্য সকাল ৬ সময় সময় রব্বানী স্যারের প্রাইভেট রেখ মাধবপুর গ্রামের বাড়ি যাওয়ার পথে সকাল সারে ৬ টার সাবধানতা অবস্থায় মোটরসাইকেলটি বাবলা গাছে মেরে দেয় ঘটনাস্থলে রক্তাক্ত যখন অবস্থা এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনে। কর্তব্যরত ডাক্তার সোহাগ হোসেন বলেন মাথায় ও বুকে মারাত্মক আঘাত লাগে আনার পূর্বের মৃত্যু হয় । চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল্লার সবুজ বলেন শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে।ঘটনাটি সত্য থানায় অপমৃত্য মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত