
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ঘাতক ট্র্যাকের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে গেল মারা গেল হাসিনা বানু (৬৫) নামে এক বৃদ্ধা। বুধবার সকাল ১০টায় নারায়ণপুর বাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বানু নারায়ণপুর গ্রামের আবু সামারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল ইউনিয়ন পরিষদের পাশে স্বাস্থ্য পরিবার সেবা কেন্দ্রে নিজে অসুস্থ থাকার কারণে ওষুধ নিতে যাচ্ছিল। এমন সময় ঘাতক ট্র্যাক ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বৃদ্ধা পড়ে গেলে ট্রাকের পিছনের চাকায় বৃদ্ধার মাথা পিষ্ঠ হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাঃ তনভির বলেন, আনার পূর্বে মৃত্য বরণ করেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে।