চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার সাবেক দু’বারের চেয়ারম্যান ও ডেইলি স্টার পত্রিকার সাবেক যশোর প্রতিনিধি মরহুম আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাব চৌগাছার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টুর সঞ্চালনায় স্বরণসভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, রহিদুল ইসলাম খান, ড. আব্দুস শুকুর, ফিরোজ হোসেন, বাবুল আক্তার, শ্যামল দত্ত, রোকনুজ্জামান সুমন, এম এ রহিম, কাজী আসাদুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুর আলিম, রায়হান হোসেন, আলমগীর কামাল, শফিকুল ইসলাম। জাহিদ হাসান শাওন, ফয়সাল আহম্মদ, জাহিদ হাসান, ইব্রাহিম হোসাইন, আব্দুল হাকিম, বকুল হোসেন, রোকনুজ্জামান সুমন, হারুন অর রশিদ, আসিফ আহম্মেদ, সালাউদ্দিন আহমেদ, মেহেদী হাসান বাপ্পি, লাবলু রহমান, মারুফ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত